সাংবাদিক মোস্তাক হোসেনের জন্য সাহায্যের আবেদন
প্রকাশিত : ২৩:৫৪, ২২ জুন ২০১৮ | আপডেট: ২৩:৫৬, ২২ জুন ২০১৮

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের সিনিয়র সাংবাদিক মোস্তাক হোসেন গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দু’টি কিডনি বিকল হয়ে গেছে। চিকিৎসকদের ভাষায় ৯৬ শতাংশ অচল। মাত্র ৪ শতাংশ কাজ করছে।
ইতিমধ্যে দু’দফায় তার কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। কিন্তু দেশের বাহিরে গিয়ে চিকিৎসা করাতে প্রয়োজন অনেক টাকার।
তার পরিবারের পক্ষে এতটাকা ব্যবস্থা করা কোনো ভাবেই সম্ভব নয়। তাই তার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবার।
পরিবারের প্রত্যাশা, সরকার ও সংবাদিক সংগঠনের নেতারা তাঁকে দেখতে হাসপাতালে আসবেন। এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করবেন।
মোস্তাক হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের সিনিয়র সাংবাদিক। তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নেরও সদস্য।
এসি